রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

নতুন আক্রান্তদের ৫৫৮ জনই বিদেশি

সিঙ্গাপুরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, শুক্রবার এক দিনে দেশটিতে নতুন করে ৬২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৫৮ জনই বিদেশি শ্রমিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নতুন ৬২৩ জনসহ দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা অন্তত ৫ হাজার ৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের।

সিঙ্গাপুরে হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে। বিশেষ  করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে প্রবেশকারীদের মাধ্যমে সেখানে ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ হচ্ছে। তবে শুক্রবার নতুন আক্রান্ত সংখ্যার মাত্র একটিই হচ্ছে আমদানিকৃত। এর অর্থ দেশটিতে এখন যে স্থানীয়ভাবে সংক্রমণ হচ্ছে এই সংখ্যা তারই প্রমাণ। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৫৮ জনই বিদেশি শ্রমিক যারা হোস্টেলে গাদাগাদি করে বসবাস করছেন। উল্লেখ্য, করোনায় সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে সিঙ্গাপুর সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল যে, বিদেশি শ্রমিকদের জন্য দেশটি বিকল্প আবাসন ব্যবস্থার কথা ভাবছে। যেমন মিলিটারি শিবির ও ফাঁকা সরকারি অ্যাপার্টমেন্ট ভবনে তাদের স্থানান্তরের কথা ভাবা হচ্ছে বলে ঘোষণায় বলা হয়েছিল।

সূত্র : সিএনএন

সর্বশেষ খবর