রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাস্ক না থাকলে বিমানে চড়তে দেবে না কানাডা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার বিমানযাত্রীদের জন্য আরও কড়াকড়ি আরোপ করছে উত্তর আমেরিকার দেশ কানাডা। বিমান ভ্রমণের ক্ষেত্রে সব এয়ারলাইন্সের যাত্রীদের নন-মেডিকেল মাস্ক বা ফেস কাভারিং (এক টুকরো কাপড় বা এ জাতীয় কিছু দিয়ে তৈরি রুমাল বা সমজাতীয় কিছু) পরা বলা যায় বাধ্যতামূলক করেছে দেশটি। আগামীকাল সোমবার থেকেই নতুন এ পদক্ষেপ কার্যকর হচ্ছে। কানাডার পরিবহনমন্ত্রী মার্ক গারন স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

ট্রান্সপোর্ট কানাডার এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের তল্লাশি পয়েন্টগুলো এবং যেখানে যাত্রীরা শারীরিক দূরত্ব বজায় রাখতে পারবেন না সেখানে তাদের মুখ ও নাক মাস্ক দিয়ে ঢেকে রাখতে বলা হবে। বোর্ডিং প্রক্রিয়ার সময় যেসব যাত্রী মাস্ক দেখাতে ব্যর্থ হবেন তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। সূত্র : সিএনএন

সর্বশেষ খবর