মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউন শিথিল করছে জার্মানি

করোনা সংকটের কারণে প্রায় এক মাসের কড়াকড়ির পর সংক্রমণের হার কমায় কিছু বিধিনিষেধ শিথিল করছে জার্মানি। খুলে দেওয়া হচ্ছে ছোট দোকানগুলো। গতকাল থেকে জার্মানিজুড়ে ৮০০ বর্গমিটারের চেয়ে কম আয়তনের দোকানপাট খোলা হয়েছে। সেইসঙ্গে খোলা হচ্ছে বইয়ের দোকান, গাড়ি, সাইকেলের দোকানও। এ দোকানগুলোর ক্ষেত্রে আয়তনের কোনো শর্ত নেই। তবে এসব দোকানে প্রবেশ করতে কড়া নিয়ম মানতে হবে।

অন্যদিকে, রেস্তোরাঁ, বার, জিম এগুলো সব বন্ধই থাকছে এবং সরকার নাগরিকদের মুখে মাস্ক পরে চলাফেরার ওপর জোর দিচ্ছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার এ উদ্যোগে সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের মধ্যে ব্যবধান বজায় রেখেই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জার্মান রাজনীতবিদরা মনে করছেন।  এখন বিধিনিষেধ শিথিলের পর এর প্রভাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। অর্থনীতিতে অচলাবস্থা কাটাতেই নানা ক্ষেত্রে সামান্য এই ছাড় দেওয়া হচ্ছে। সংক্রমণের হার বেড়ে গেলে হয়ত আবার পিছিয়েও যেতে পারে। ফেডারেল সরকার গোটা দেশের জন্য কিছু সাধারণ সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্য ভেদে কিছু পদক্ষেপে পার্থক্যও থাকছে। কোনো কোনো রাজ্যে খুলছে চিড়িয়াখানা। স্যাক্সনি রাজ্যে উঠে যাচ্ছে উপাসনার উপর নিষেধাজ্ঞা। পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকটি রাজ্যে নির্দিষ্ট কিছু ক্লাসে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। বাকি রাজ্যগুলোতে মে মাসে এমন কিছু ক্লাস খোলার কথা ভাবা হচ্ছে।

সর্বশেষ খবর