বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে জ্যাক মা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে জ্যাক মা

১০ কোটি ক্লিনিক্যাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ কিট দিচ্ছেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পাশে দাঁড়িয়েছেন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও এশিয়ার শীর্ষ ধনী জ্যাক মা। সংস্থাটিতে বিপুল পরিমাণ ফেস মাস্ক এবং করোনার টেস্ট কিট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল এক ঘোষণায় এ কথা জানিয়েছেন তিনি। চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে এশিয়ার শীর্ষ ধনী জ্যাক মা জানিয়েছেন, তার এবং আলিবাবার পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাস্ক এবং টেস্ক কিট দান করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০ কোটি ক্লিনিক্যাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ করোনার টেস্ট কিট দেওয়া হবে। ওই পোস্টে জ্যাক মা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ইঙ্গিত করে লিখেছেন, এক বিশ্ব, এক যুদ্ধ। বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। শক্তিধর দেশগুলোও এই ভাইরাসের সঙ্গে পেরে উঠছে না। রীতিমতো হিমশিম খাচ্ছে তারা। এমন পরিস্থিতি বিশ্বজুড়েই মাস্ক ও টেস্ট কিটের সংকট দেখা দিয়েছে।

সর্বশেষ খবর