বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শুধু মুম্বাইয়ে ৫৩ সাংবাদিক করোনা আক্রান্ত

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরেই অন্তত ৫৩ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় কাউন্সিল বডি ব্রিহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। আক্রান্তদের সবাই এখন সঙ্গনিরোধে (আইসোলেশন) রয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এদিকে, সাংবাদিকদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারের প্রতি আহ্বান জানিয়েছে মুম্বাই প্রেস ক্লাব। বিএমসির বিবৃতিতে বলা হয়, মুম্বাইয়ে এখন পর্যন্ত ১৬৭ জন সাংবাদিকের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ জনের নমুনা পজিটিভ এসেছে। আক্রান্তদের সবাই করোনাভাইরাস পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার কাজে নিয়োজিত ছিলেন। সংগঠনের চিকিৎসা কমিটির প্রধান অ্যামি গোলে জানান, আক্রান্ত সাংবাদিকদের সবাই ইলেকট্রনিক মিডিয়ার। তাদের মধ্যে রয়েছে প্রতিবেদক, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার এবং তাদের বহনে নিয়োজিত গাড়ির চালক। এদিকে, মুম্বাইয়ে এত বেশি সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রিসভার বয়োজ্যেষ্ঠ সদস্য প্রকাশ জাভেদকার। সাংবাদিকদের আরও বেশি করে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত বলেও এক টুইট বার্তায় জানান তিনি। ভারতে সর্বশেষ খবর পর্যন্ত ১৮,৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিএনএন

 

সর্বশেষ খবর