বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

একবারে লকডাউন তুললে ফল মারাত্মক, ফের সতর্কতা হু’র

একবারে লকডাউন তুললে ফল মারাত্মক, ফের সতর্কতা হু’র

একবারে নয়, ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র। একেবারে লকডাউন তুলে নিলে ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। সংস্থাটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক অধিকর্তা তাকেশি কাসাইয়ের মতে, লকডাউন উঠলেও নতুন অভ্যাস রপ্ত করতে হবে মানুষকে। বদলে ফেলতে হবে বেঁচে থাকার ধরন-ধারণও।

স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করলে মরণ ভাইরাসের মোকাবিলা করা সহজ হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় বিশ্বের একাধিক দেশে জারি লকডাউন। তবে এবার এ লকডাউন প্রত্যাহার নিয়ে বিশ্বের প্রতিটি দেশকে সতর্ক করে দিল হু।

রমজান শুরুর মুখে লকডাউন তোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিশ্বের একাধিক দেশ। এরই পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এড়াতেও লকডাউন তোলা নিয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে, করোনার সংক্রমণ মোটেই কমেনি। বরং বহু দেশে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে নোভেল করোনাভাইরাস। এ পরিস্থিতিতে একবারে লকডাউন তুলে নিলে ফল আরও মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন একবারে তুললে সংক্রমণ গতি বাড়িয়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করে হু। সে কারণেই ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা তাকেশি কাসাই বলেন, ‘সরকারের উচিত মহামারীর গতিবিধি বুঝে সিদ্ধান্ত নেওয়া। পৃথিবীতে এমন কোনো দেশই নেই যারা দাবি করতে পারে তারা নিরাপদ। সতর্কতা অবলম্বন করেই লকডাউন তুলতে হবে।’ একই সঙ্গে তিনি আরও জানান, যত দিন করোনার ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে তত দিন স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করতে হবে গোটা মানবসমাজকে।

সর্বশেষ খবর