বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা-ব্যর্থতা ঢাকতে গ্রিনকার্ডে চোখ ট্রাম্পের

করোনা-ব্যর্থতা ঢাকতে গ্রিনকার্ডে চোখ ট্রাম্পের

সোমবার হঠাৎ করেই অভিবাসন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এর এক দিন পরই তড়িঘড়ি করে মত পাল্টান ট্রাম্প। তিনি বলেছেন, অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা তিনি নিয়েছেন তা স্থায়ী হবে ৬০ দিন এবং তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের আবেদন করছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে টুইট করে বিভ্রান্তিকর এক ঘোষণা দেওয়ার এক দিন পর প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা আরও একটু বিশদ করলেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে কর্মহীন হয়ে পড়া আমেরিকানদের সুরক্ষা দেওয়াই তার এ পরিকল্পনার লক্ষ্য। অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত ব্যক্তিদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। বিবিসি লিখেছে মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার যে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে, সেখান থেকে মনোযোগ অন্যদিকে সরাতেই তিনি এ সময়ে এমন উদ্যোগ নিলেন কি না- সেই প্রশ্ন তুলেছেন সমালোচকদের অনেকে।

সর্বশেষ খবর