বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা সংকটে ইউরোপের ঐক্যের পরীক্ষা আজ

করোনার কারণে উলট-পালট হয়ে গেছে পুরো ইউরোপ। তাদের গর্বের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এখন অবিশ্বাস। সংস্থাটির নেতাদের প্রতি ইতালির সন্দেহের তীর। করোনায় আন্তরিক সাহায্য না পাওয়ার অভিযোগ। এর মধ্যে করোনা সংকট মোকাবিলার লক্ষ্যে আজ শীর্ষ সম্মেলন। অর্থনৈতিক প্যাকেজ অনুমোদনের চেষ্টা চলবে সেখানে। কিন্তু এই পরিকল্পনায় এখনো উত্তর ও দক্ষিণের দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। করোনা সংকটের মাঝে ইউরোপীয় ইউনিয়নে ঐক্যের অভাব ঘরে-বাইরে এই রাষ্ট্রজোটের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট কাটানোর প্রশ্নে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে আবার ঐকমত্য অর্জনের চেষ্টা চালানো হবে। সদস্য দেশগুলো মতপার্থক্য কাটিয়ে সংকটের মোকাবিলা করতে পারবে বলে আশা করা হলেও তাতে সন্দেহ থাকছে। একমাত্র বাজেট ঘাটতি ও ঋণভার-সংক্রান্ত নিয়ম সাময়িকভাবে শিথিল করার বিষয়ে ঐকমত্য দেখা যাচ্ছে। ব্রেক্সিটের ফলে অবশিষ্ট ২৭টি সদস্য দেশকে সেই তহবিলের জন্য অর্থ ভাগ করে নিতে হবে। সব দেশের সম্মতি ছাড়া সেই বাজেট অনুমোদন করা সম্ভব নয়। ২০২১ থেকে ২০২৭ সালের এই বাজেটের সঙ্গে যত দ্রুত সম্ভব এক পুনরুদ্ধার তহবিল যুক্ত করার আহ্বান জানিয়েছেন ইইউ দেশগুলোর সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল। করোনা সংকট সামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফেরার লক্ষ্যেও কিছু পরিকল্পনা নিচ্ছে ইইউ। ইইউ কমিশনের আশঙ্কা, বর্তমান সংকটের ফলে অর্থনীতির প্রায় ১০ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। সেই ধাক্কা সামলাতে দেড় লাখ কোটি ইউরো অঙ্কের এক পুনরুদ্ধার কর্মসূচি স্থির করার চেষ্টা চলছে। সদস্য দেশগুলোর সহায়তার প্রশ্নে ইউরোপের উত্তর ও দক্ষিণের মধ্যে মতপার্থক্য দূর করার চেষ্টা চলছে।  ডয়েচে ভেলে

 

সর্বশেষ খবর