বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

ড্রোনের সাহায্যে ধরলেন মাছ

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে গুরুত্ব বেড়ে গিয়েছে ড্রোনের। নজরদারির জন্য পুলিশ ব্যবহার করছে ড্রোন। এদিকে, অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিজেকে ঘরবন্দী করেই ড্রোনকে কাজে লাগালেন একটু অন্যভাবে। ড্রোন দিয়ে ঘরে বসেই মাছ ধরলেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সিডনির দক্ষিণ শহরতলিতে থাকা ২৯ বছরের ওই ব্যক্তির নাম স্যাম রোমিও। সম্প্রতি মাছ ধরতে ইচ্ছা করছিল তার। কিন্তু লকডাউনে বাড়ি থেকে বেরনো সম্ভব নয়। তাই ড্রোনের সঙ্গে মাছ ধরার বঁড়শি এঁটে দেন তিনি।

 

নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

অল্প সময়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রায় নিয়ন্ত্রণ এনে দৃষ্টান্ত স্থাপনকারী দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার আরও ১১জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন আরও একজন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। তবে নতুন আক্রান্ত সংখ্যার ৬টিই আমদানিকৃত। গতকাল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ (কেসিডিসি) একথা জানায়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুসারে, সেখানে সর্বশেষ খবর পর্যন্ত ১০ হাজার ৬৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৩৮জন।

কেসিডিসির তথ্যানুসারে, মঙ্গলবার আরও ৬৪ জন সুস্থ হয়ে ওঠায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন।

 

সেপ্টেম্বর পর্যন্ত বড় অনুষ্ঠান নিষিদ্ধ

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের বড় অনুষ্ঠানাদি নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য লকডাউনের মেয়াদ ২০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, দেশটিতে সর্বশেষ খবর পর্যন্ত ৩৪ হাজার ৮৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত চার হাজার ৫৪ জন। প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, ‘যতটুকু আমি বুঝতে পারছি মানুষ লকডাউনে অধৈর্য হয়ে উঠেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর