সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মক্কা ছাড়া সৌদিতে কারফিউ শিথিল

মক্কা ছাড়া সৌদিতে কারফিউ শিথিল

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারিকৃত কারফিউ শিথিল করেছে সৌদি আরব। তবে পবিত্র মক্কা নগরীতে কারফিউ বহাল থাকবে। অর্থাৎ মক্কা ছাড়া দেশটির অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নিয়েছে দেশটি। আল-জাজিরা এ তথ্য জানায়। সৌদি প্রেস এজেন্সির কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ব্যতীত দেশটির অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। খবরে বলা হয়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আট ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কিছু অর্থনৈতিক কার্যক্রম চালুর নির্দেশও দেওয়া হয়েছে। মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি  থাকায় সেখানে দিনের ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর