সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পেরুতে করোনায় ১৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে আরোপিত লকডাউন কার্যকর করতে গিয়ে দায়িত্বপালনকালে পেরুতে ১৭ পুলিশ কর্মকর্তা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকং পোস্ট।

খবরে বলা হয়, দেশটির অন্তত ১৩০০ পুলিশ কর্মকর্তা কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ চলতি সপ্তাহের প্রথম দিকে জানিয়েছিল। এ প্রসঙ্গে স্থানীয় সময় শনিবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস্তন রদ্রিগেজ বলেন, ‘সারা দেশে আমাদের ১৭ জন পুলিশ কর্মকর্তা কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১১ জন মারা গেছেন (রাজধানী) লিমায়।’ পেরুতে নতুন করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা প্রকাশ পাওয়ার পর আগের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই পদত্যাগ করেন। এরপর শুক্রবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রদ্রিগেজ। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনদিনার খবরে বলা হয়, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনকারী লোকজনকে বোঝাতে গিয়ে পুলিশ কর্মকর্তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর