বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউন ভঙ্গে মালয়েশিয়ায় গ্রেফতার ১৫ হাজার

প্রাণঘাতী করোনা ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। এ লকডাউন ভঙ্গ করায় মালয়েশিয়ায় ১৫ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে দেশটিতে লকডাউন চলছে। এরই মধ্যে অনেকেই লকডাউনের নিয়ম ভঙ্গ করেছেন। এদিকে লোকজনকে গ্রেফতারের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। লকডাউনের নিয়ম ভঙ্গকারী লোকজনকে গ্রেফতার করে জেলে না পাঠানোর জন্য মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি লকডাউন ভঙ্গ করায় গ্রেফতার হওয়াদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তিনি তার প্রেমিকের জন্মদিনে কেক উপহার দেওয়ার জন্য লকডাউন ভঙ্গ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। যদি তিনি জরিমানা না দিতে পারেন তবে তাকে হয়তো আরও দুই মাস কারাদন্ড ভোগ করতে হতে পারে।

সর্বশেষ খবর