গোটা বিশ্ব যখন করোনায় কাবু তখন শিশুদের শরীরে বিপজ্জনক উপসর্গ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কিছু শিশু বিরল এক প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে যার সঙ্গে নাকি করোনার যোগ রয়েছে। খুবই বিরল একটি রোগ, যার নাম কাওয়াসাকি ডিজিজ শক সিনড্রম।
কিছু শিশুর ক্ষেত্রে এটা নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছে এবং কাউকে কাউকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে। জানা গেছে, ইউরোপের অন্যান্য দেশের শিশুদের মধ্যেও এ ধরনের উপসর্গ দেখা গেছে। ভাইরাস আক্রমণের পর একটু দেরি করে শরীরের প্রতিরোধক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার কারণে সম্ভবত এ উপসর্গ দেখা গেছে। শরীরে হঠাৎ একটা আক্রমণের প্রতিক্রিয়ায় এ উপসর্গ। এপ্রিলে ব্রিটিশ চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে শিশুদের মধ্যে বিরল ও বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এরপর লন্ডনে আটজন শিশু অসুস্থ হয় যাদের মধ্যে ১৪ বছর বয়স্ক একজন মারাও যায়। এ শিশুরা সবাই একই ধরনের উপসর্গ নিয়ে এভেলিনা লন্ডন চিলড্রেনস হাসপাতালে ভর্তি হয়। এদের সবারই খুব বেশি জ্বর, র্যাশ, লাল চোখ, শরীর ফুলে যাওয়া এবং ব্যথার উপসর্গ ছিল। এদের বেশির ভাগেরই ফুসফুস বা শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল না। শিশুদের মধ্যে একই ধরনের উপসর্গ দেখো গেছে আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসে।