রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াবে

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ জুনের মধ্যেই ১ লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রবার্ট রেডফিল্ড। করোনাভাইরাসে সম্ভাব্য প্রাণহানি-সংক্রান্ত কয়েকটি পূর্বাভাসের বরাত দিয়ে এক টুইট বার্তায় ওই মন্তব্য করেছেন তিনি। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্ট্রিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভলিউশনের গবেষকরা তাদের একটি মডেলে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি কত হতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছিলেন। এতে বলা হয়েছিল, আগস্ট নাগাদ দেশটিতে করোনায় ১ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হতে পারে। তবে গত মঙ্গলবার পূর্বাভাসের ওই সংখ্যা সংশোধন করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪ আগস্ট নাগাদ দেশটিতে করোনায় মৃত্যু ১ লাখ ৪৭ হাজার হতে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকদের ওই সংশোধনীর পরই ড. রবার্ট রেডফিল্ড টুইটটি করেন।

 

সর্বশেষ খবর