সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিমের স্বামী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিমের স্বামী

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় র‌্যাপশিল্পী কেনি ওয়েস্ট। স্থানীয় সময় শনিবার এক টুইটে এ ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে, দীর্ঘদিন ধরেই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে নিজেকে জাহির করা ওয়েস্ট হঠাৎই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

টুইটারের এক পোস্টে কেনি ওয়েস্ট লিখেছেন, ‘আমাদের এখন অবশ্যই ঈশ্বরের ওপর নির্ভর করে আমেরিকার সম্ভাবনা উপলব্ধি করতে হবে, আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধ করতে হবে এবং ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’ এরপরই তিনি ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি আমি।’ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকার একটি ইমোজি ও ২০২০ ভিশন হ্যাশট্যাগ পোস্ট করেন এ র‌্যাপার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই কেনি ওয়েস্টকে সমর্থন জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এক টুইটে কেনি ওয়েস্টের উদ্দেশে এ ধনকুবের লিখেছেন, ‘তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ তবে কেনি ওয়েস্ট সত্যিই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর চার মাস পরেই অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এখনো অনেক অঙ্গরাজ্যেই স্বতন্ত্র প্রার্থী ঘোষণার সুযোগ রয়েছে।  তবে প্রশ্ন দেখা দিয়েছে, কেনি ওয়েস্টের মূল উদ্দেশ্য নিয়ে। কারণ তিনি বরাবরই ট্রাম্পের সমর্থক বলে পরিচিত। সম্প্রতি মডেল উপস্থাপিকা স্ত্রী কিম কার্দেশিয়ানকে নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎও করে এসেছেন তিনি। ফলে এটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কোনো কৌশল কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

 

সর্বশেষ খবর