বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঘর থেকে বের হলেই মাস্ক পরা উচিত

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে ও অপরকে সুরক্ষিত রাখতে বাইরে বের হলে সবারই ফেস মাস্ক পরা উচিত। এ কথা জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় বিজ্ঞানবিষয়ক একাডেমি। রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ভেঙ্কি রামাকৃষ্ণান বলেছেন, জনবহুল প্রকাশ্য স্থানে যখনই কেউ যাবেন তখনই তার মাস্ক পরা উচিত। তার ভাষায়-এতে যিনি মাস্ক পরছেন তিনিও নিরাপদ থাকবেন এবং তার কাছাকাছি যারা আছেন তারাও সুরক্ষা পাবেন। তার এ দাবির পক্ষে তথ্যপ্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। রয়্যাল একাডেমি বলছে, মাস্ক পরতে না চাওয়াকে ‘মদ খেয়ে গাড়ি চালানো’র মতোই খারাপ চোখে দেখা উচিত।

সর্বশেষ খবর