বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

জঙ্গি ব্যাংক অ্যাকাউন্ট পুনর্বহালের অভিযোগ পাকিস্তানের অস্বীকার

পাকিস্তান সরকার দেশটির নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে এক বক্তৃতায় ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান সরকার নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে। খবর পার্সটুডের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও দাবি করে বলেন, জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে যেসব উগ্রবাদীর নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও ইসলামাবাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না। পাকিস্তান সরকার ২০১৮ সালে ‘এফএটিএফ’ভুক্ত দেশগুলোর অন্তর্ভুক্ত হওয়ার পর এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সব উগ্রবাদী গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

সর্বশেষ খবর