বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়ায় আংশিক খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মালয়েশিয়ায় আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সরকার। ফলে করোনার কারণে প্রায় চার মাস পর স্কুলে ফিরছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কিছু শিক্ষার্থী। সারা দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর আলজাজিরার। গত মার্চের মাঝামাঝি থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়। কয়েক মাস ধরে স্তুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭২৯। এর মধ্যে মারা গেছেন ১২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৫২৪ জন। অর্থাৎ আক্রান্তের অধিকাংশই সুস্থ হয়ে গেছেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩।

সর্বশেষ খবর