বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

মানবকল্যাণে ৯ কোটি টাকা দান গ্রেটার

মানবকল্যাণে ৯ কোটি টাকা দান গ্রেটার

জলবায়ু আন্দোলনের প্রতীক হয়ে ওঠা সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। সম্প্রতি তিনি পর্তুগালের একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে এক মিলিয়ন ইউরো সমমূল্যের পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা। সেই পুরস্কারের গোটা অর্থ তিনি মানুষের কল্যাণে দান করে দিয়েছেন। সোমবার অনলাইনে এক ভিডিওবার্তার গ্রেটা বলেছেন, ‘আমি যা কল্পনা করতে পারি এটি তার চেয়েও বেশি অর্থ।

এ পুরস্কারের পুরো অর্থ আমার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সংস্থা ও প্রকল্পগুলোতে দান করা হবে, যারা জলবায়ুু সংকট এবং পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যে কাজ করছে।’ সম্প্রতি পর্তুগালের গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত হয়েছেন গ্রেটা থুনবার্গ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর