শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

জম্মু ও কাশ্মীরে ‘চীনা পণ্য বর্জন কর’ ডাক দিয়ে মিছিল

প্রতিদিন ডেস্ক

জম্মু ও কাশ্মীরে ‘চীনা পণ্য বর্জন কর’ প্রচারাভিযান চলছে। ঘর থেকে বেরিয়ে মানুষ ভারতীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে মিছিল করছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, কদিন আগে এ রকম একটি বিশাল মিছিল হয়। এর আয়োজক ছিল ভারতের ৭ কোটি ব্যবসায়ীর প্রতিনিধিত্বশীল সংগঠন ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’ সংক্ষেপে সিএআইটি।

১৫ জুন গালওয়ানে চীনা সৈন্যদের হামলার নিন্দা জানানোর জন্য এসব মিছিল করা হয়। মিছিলকারীদের হাতে থাকা পতাকায় লেখা- ‘ভারতীয় সামান, হামারা অভিমান।’ কাশ্মীর উপত্যকায় দেখা গেছে। মিছিলকারীরা আওয়াজ দিচ্ছে- ‘চীনের সম্প্রসারণবাদ রুখে দেব/রুখে দেব।’ তারা যেসব ব্যানার বহন করে তাতে লেখা-‘এসো ভারতীয় পণ্য ব্যবহার করি।’

সিএআইটি বর্জনীয় ৫০০টি চীনা পণ্যের একটি তালিকা প্রকাশ করে। তালিকাভুক্ত পণ্যগুলোর অন্যতম হলো : নির্মাণ সামগ্রী, কনজুমার ডিউরেবলস, খেলনা, বস্ত্র, পোশাক ও জুতো। সিআইটি তাদের আন্দোলনে শামিল হওয়ার জন্য ভারতীয় উৎপাদনের প্রতি আহ্বান জানিয়েছে।

জম্মুর স্থানীয় সরকার প্রতিনিধি প্রীতম সিং বলেন, ‘চীন সবসময় আমাদের ধাপ্পা দিয়েছে, পেছন থেকে ছোরা মেরেছে। তাই ওদের পণ্য আমরা চাই না। আমরা তাদের বয়কট করব আর ভারতে তৈরি পণ্য ব্যবহার করব।’

সর্বশেষ খবর