শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা বদলে দিচ্ছে ভারতীয় সংসদকেও

করোনা বদলে দিচ্ছে ভারতীয় সংসদকেও

করোনায় বদলে যাচ্ছে ভারতীয় সংসদের চেহারা। সেই ১৯৫২ থেকে এ পর্যন্ত কখনো এই দৃশ্য দেখেনি ভারতীয় সংসদ। রাজ্যসভা বা লোকসভার অধিবেশন এতদিন হয়েছে তাদের জন্য নির্দিষ্ট অর্ধচন্দ্রাকার কক্ষে। কিন্তু এই প্রথম সেই অধিবেশন কক্ষের বাইরেও বসতে হবে এমপিদের। লোকসভা ও রাজ্যসভার গ্যালারিতেও বসতে পারেন তারা। বসতে পারেন সংসদ ভবনের সেন্ট্রাল হলে বা অন্যত্র। ভারতের সংসদের নিয়ম অনুযায়ী দুই অধিবেশনের মধ্যে ব্যবধান থাকতে হয় সর্বোচ্চ ছয় মাস। সর্বশেষ অধিবেশন শেষ হয়েছিল ২৩ মার্চ। নিয়ম অনুসারে, ২২ সেপ্টেম্বরের মধ্যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ডাকতে হবে।

সূত্র জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহে অধিবেশন ডাকা হতে পারে। তখনো করোনার প্রকোপ যথেষ্ট থাকবে। ফলে মানতে হবে সামাজিক দূরত্বের বিধি। লোকসভা, রাজ্যসভা থেকে শুরু করে মন্ত্রীদের চেম্বার, রাজনৈতিক দলের অফিস, লাইব্রেরি স্যানিটাইজ করার ব্যবস্থা করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভায় এখন রীতিমতো ঠাসাঠাসি করে বসেন সাংসদরা। ফলে সামাজিক দূরত্বের বিধি মানতে হলে লোকসভা বা রাজ্যসভায় সাংসদদের বসার জায়গা অন্ততপক্ষে এক তৃতীয়াংশ বা তারও বেশি কমাতে হবে। তা হলে বাকি সাংসদরা বসবেন কোথায়? এই সমস্যার সমাধান করতে লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান এবং সংসদে কর্মকর্তারা বৈঠক করেছেন, প্রচুর আলোচনা করেছেন। বিভিন্ন প্রস্তাব নিয়ে কথা হয়েছে। সংসদের মূল কক্ষের বাইরে প্রতিটি জায়গায় বিশাল স্ক্রিন, সাউন্ড সিস্টেম বসানো হয়েছে।

সর্বশেষ খবর