শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ২৪০ কিমিতে আছড়ে পড়ল লরা ছয়জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪০ কিমিতে আছড়ে পড়ল লরা ছয়জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় লরায় লন্ডভন্ড হয়ে যায় একটি বাড়ি -এএফপি

ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া নিয়ে স্থলভাগে আছড়ে পড়া হারিকেন লরার তা-বে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে অঙ্গরাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন। ঝড়টির তান্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে চার মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলভাগে ওঠে আসে। সেদিন প্রথম প্রহরের বুলেটিনেই ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি ঝড়ের সতর্কবার্তা দিয়ে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছিল।

 

সর্বশেষ খবর