শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জার্মান যাজকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

জার্মানিতে ক্যাথলিক চার্চের যাজকদের বিরুদ্ধে ১ হাজারের বেশি শিশু ও কিশোরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। চার্চের বিভিন্ন অংশের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। একটি জরিপে দেখা গেছে, শিশু-কিশোর থাকা অবস্থায় যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন এমন অন্তত ১ হাজার ৪১২টি অভিযোগ জমা পড়েছে চার্চের বিভিন্ন সংগঠনের কাছে। দেশটির ধর্মীয় নেতাদের সংগঠন ডিওকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে। গবেষণায় নেতারা এ ইস্যুকে সঠিকভাবে ‘মোকাবিলা করতে ব্যর্থতার’ কথাও স্বীকার করেছেন। এ বিষয়ে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। যাজকদের বিরুদ্ধে এসব অভিযোগ গোপন রাখার বিধানও গত বছর বাতিল করেন বর্তমান পোপ ফ্রান্সিস। কিন্তু জার্মান চার্চের একটি অংশ এত দিন এ নিয়ে নীরব ভূমিকাই পালন করে এসেছে। ডিওকে জানিয়েছে, অন্তত ৬৫৪ জন যাজক, যাজিকা এবং চার্চ কর্মকর্তার বিরুদ্ধে এসেছে এসব অভিযোগ। অভিযোগকারীর ৮০ শতাংশই পুরুষ, বাকিরা নারী। -ডয়েচে ভেলে

সর্বশেষ খবর