শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি কঠোর হচ্ছে স্পেনের স্কুলগুলোতে

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্পেনের স্কুলগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ছয় বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের মুখ ঢেকে রাখতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বরে দেশটিতে বিভিন্ন স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলগুলোর কার্যক্রম শুরুর পর তাদের অবশ্যই স্বাস্থ্যগত বিভিন্ন নির্দেশনা মেনে চলতে হবে।

ছয় বছর বা তার বেশি বয়সী শিশুদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে দেড় মিটারের দূরত্ব নিশ্চিত করতে হবে, দিনে কমপক্ষে পাঁচবার জীবাণুনাশক জেল ব্যবহার করতে হবে, প্রতিদিন সকালে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা যাচাই করতে হবে।

সর্বশেষ খবর