শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

ছাগলের ন্যায়বিচার!

ছাগলের ন্যায়বিচার!

ন্যায়-অন্যায় বোঝার ক্ষমতা প্রাণিজগতেরও আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা মানুষকে অবাকই করে দেয়। ভারতের রাজস্থানে বড় রকমের এক সমস্যার সমাধান করে দিয়েছে এক ছাগল, যা হতবাক করে দিয়েছে সবাইকে। জানা গেছে, সেখানে একটি ছাগলের মালিকানা দাবি করেন দুই ব্যক্তি। কিন্তু পুলিশ ও গ্রামের মাতবররা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অবশেষে ছাগল নিজেই ন্যায়বিচার করে সবাইকে অবাক করে দিয়েছে। ঘটনা ঘটেছে রাজস্তানের উদয়পুরের বল্লভনগর তহসিলের খেরোদা থানা এলাকায়। দুই ব্যক্তি ছাগলটির মালিকানা দাবি করলে খেরোদা থানা তাদেরকে ওই ছাগল ও ছাগলের বাচ্চা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়। ছাগল ও এর বাচ্চা নিয়ে ওই দুই ব্যক্তি হাজির হওয়ার পর ছাগলটি গিয়ে বাচ্চাদের দুধ পান করায়। ফলে পুরো ঘটনা পানির মতো পরিষ্কার হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর