শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হুর ভ্যাকসিন উদ্যোগে যুক্ত হচ্ছে চীন

হুর ভ্যাকসিন উদ্যোগে যুক্ত হচ্ছে চীন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে করোনা ভ্যাকসিন তৈরি ও বণ্টনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে যুক্ত হবে না বলে জানিয়েছে আমেরিকা। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে এই উদ্যোগে শামিল হতে পারে চীন। এর ফলে আন্তর্জাতিক সংস্থাটিতে বেইজিংয়ের প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনার বিরুদ্ধে লড়াই করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নেতৃত্বে ১৫০-র বেশি দেশ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাক্সেস ফেসিলিটি বা কোভ্যাক্স তৈরি করেছে। আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভ্যাকসিন তৈরি ও তা বিতরণ করতেই এই উদ্যোগ। কিন্তু এতে রাজি নয় আমেরিকা। মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, ভ্যাকসিনের ব্যাপারে হুর নজরদারি তারা মানবে না। এই ভ্যাকসিন যাতে নিরাপদ হয়ে মানুষের কাছে পৌঁছায় তা আমেরিকা নিশ্চিত করবে। তবে, হুর নেতৃত্বে নয়। তারপরই বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘কোভ্যাক্স ও চীনের উদ্দেশ্য একই।’

সর্বশেষ খবর