বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনার প্রকোপ কমলেই সিএএ কার্যকর : নাড্ডা

কলকাতা প্রতিনিধি

করোনার প্রকোপ কমলেই ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একদলীয় সভায় এই মন্তব্য করেন নাড্ডা। তিনি বলেন, ‘করোনা সংকটের কারণে নতুন নাগরিকত্ব আইন কার্যকর করার প্রক্রিয়া থেমে আছে। পরিস্থিতি কেটে গেলেই এই আইন অনুযায়ী নাগরিকত্ব তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হবে। তবে এনিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রকৃত ভারতীয় নাগরিকদের কেউই বঞ্চিত হবেন না।’ গত বছরের ৯ ডিসেম্বর লোকসভায় পাস হয় সংশোধিত নাগরিকত্ব বিল। রাজ্যসভায় তা পাস হয় ১১ ডিসেম্বর। রাষ্ট্রপতিও স্বাক্ষর করেছেন। কিন্তু ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো।

সর্বশেষ খবর