শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পিছু হটল থাই সরকার বিক্ষোভে তুলে নেওয়া হলো জরুরি অবস্থা

পিছু হটল থাই সরকার বিক্ষোভে তুলে নেওয়া হলো জরুরি অবস্থা

শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণবিক্ষোভের জেরে অবশেষে কিছুটা পিছু হটল থাইল্যান্ড সরকার। গতকাল প্রত্যাহার করা হয়েছে গত সপ্তাহে ব্যাংককে জারি হওয়া একমাসব্যাপী জরুরি অবস্থার নির্দেশ। পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারও আন্দোলনকারীদের কাছে বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে পদত্যাগের তিনদিন সময় বেঁধে দিয়েছেন।

মূলত সরকার ও রাজতন্ত্রের বিরুদ্ধের বিক্ষোভে জারি করা হয় নিষেধাজ্ঞা। কিন্তু তাতে থামেনি বিক্ষোভ, বরং আরও বেড়েছে। ফলে পিছু হটল সরকার। থাইল্যান্ডে বছরের পর বছর সেনা আধিপত্য টিকিয়ে রাখার জন্য রাজতন্ত্রকে দায়ী করে বিক্ষোভকারীরা রাজার ক্ষমতা খর্ব করারও দাবি তুলেছে। এ প্রসঙ্গে রাজপ্রাসাদের বক্তব্য জানা যায়নি।

সর্বশেষ খবর