মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অভিনব নির্বাচনী প্রচারণা

আগামী সপ্তাহে মিয়ানমারের জাতীয় নির্বাচন। করোনাকালে হতে যাচ্ছে দেশটির সংসদ জয়ের লড়াই। তাই তো ভোটার দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে অন্য সবার থেকে আলাদাভাবে উপস্থিত হয়েছেন একজন প্রার্থী হ্যান ও খিন। করোনাকালে দ্রব্যমূলের বাজার যখন চড়া! সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা করছেন পিপলস পাইওনিয়ার পার্টির (পিপিপি) এই সদস্য। ট্রাকে চড়ে ভোটারদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পাশাপাশি সবার কাছে চাইছেন ভোট। এ যেন রথ দেখা আর কলা বেচা।

থিঙ্গাঙ্গুন শহরে ৩৪ বছর বয়সী হ্যান ও খিনের বাড়ি। এই শহরটি পিপিপি-সদস্যের নির্বাচনী এলাকা। করোনাকালে এখানকার মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই তো ট্রাক ভর্তি পণ্য নিয়ে ছুটে বেড়াচ্ছেন নিজের নির্বাচনী আসনে। উদ্দেশ্য, ভোটাররা স্বস্তিকর দামে পণ্য পাবেন। এতে ভোটাররা সন্তুষ্ট হলে তাকে ভোট দেবেন। অভিনব নির্বাচনী প্রচারণা সম্পর্কে হ্যান ও খিন বলেছেন, দ্রব্যমূল্যের বাজার যখন চড়া, তখন আমি এলাকার জনসাধারণের মধ্যে পণ্য বিক্রি করছি কম দামে। এতে দুটি উপকার হচ্ছে। এক হলো মানুষ তার সামর্থ্যরে মধ্যে পণ্য কিনতে পারছে। অন্যটি আমার দলের পরিচিত এবং নির্বাচনী প্রচারণা। ভোটাররা আমাকে পছন্দ করলে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর