শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

এবার বাইডেনের দিকে রিপাবলিকানদের একাংশ

আর হম্বিতম্বি কাজে লাগছে না ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। তারপরও গদি ছাড়তে নারাজ তিনি। মার্কিন ইতিহাসে এই অদ্ভুত আচরণের পর রীতিমতো ‘একঘরে’ হয়ে পড়েছেন ট্রাম্প। এবার নিজের দলের অন্দরেও কিছুটা ক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের একাংশ রিপাবলিকান সদস্য ‘ক্লাসিফায়েড ইন্টেলিজেন্স ব্রিফিং’ বা গোপন গোয়েন্দা রিপোর্ট প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের হাতে তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, বাইডেনের পক্ষে সওয়াল করেছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার বক্তব্য, গোপন এই মেমো নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের পাওয়া উচিত। তবে কংগ্রেসের অনেক সদস্য অবশ্য ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন। মার্কিন নিয়ম মতে, নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট থাকছেন ট্রাম্প। যদিও ভোটে পরাজিত হওয়ায় প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা এখন সীমিত। কিন্তু সেই ক্ষমতা কাজে লাগিয়েই বাইডেনের হাতে ইন্টেলিজেন্স ব্রিফিং যেতে দিচ্ছেন না ট্রাম্পের কর্মকর্তারা। এই পরিস্থিতিতে কংগ্রেসের ১০ থেকে ২০ জন রিপাবলিকান সদস্য হয় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সিএনএনকে জানান, কয়েকজন রিপাবলিকান ফোনে তাদের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানাতে বলেছেন। কারণ তারা প্রকাশ্যে অভিনন্দন জানাতে পারছেন না।

সর্বশেষ খবর