সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মিসরে ২৫০০ বছর আগের প্রাচীন কফিন প্রদর্শন

মিসরে ২৫০০ বছর আগের প্রাচীন কফিন প্রদর্শন

মিসরে আড়াই হাজার বছর আগে বনেদি পরিবারের লোকজনকে মমি করে সুসজ্জিত কাঠের কফিনে রাখা হয়েছিল। সম্প্রতি এ ধরনের ১০০টি কফিন আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। গতকাল সেগুলো প্রদর্শন করা হয় -এএফপি

মিসরে প্রত্নতত্ত্ববিদরা সম্প্রতি ১০০ কফিন আবিষ্কার করেছেন। যার ভিতরে রক্ষিত আছে প্রাচীন মমি, যেগুলোর বয়স প্রায় ২৫০০ বছর। এতদিন আগের এই মমিগুরো দারুণভাবে সংরক্ষিত ছিল। প্রত্নতত্ত্ববিদরা রাজধানী কায়রোর দক্ষিণে ফারাও নেক্রোপলিসের বিশাল সমাধিস্থল থেকে মমিগুলো আবিষ্কার করেন। প্রত্নতত্ত্ববিদরা শনিবার সাক্কারার বিখ্যাত স্টেপ পিরামিডের কাছে একটি অস্থায়ী প্রদর্শনীতে কফিনগুলো প্রদর্শন করেন। ২৬তম রাজবংশীয় কফিনগুলোয় দেখা যায় রঙিন কারুশিল্পের ছোঁয়া। প্রতিটি কফিন প্রাচীন সিলযুক্ত অবস্থায় সংরক্ষণ করা হয়েছিল। প্রত্নতত্ত্ববিদরা কফিন খুলতেই চোখের সামনে ভেসে ওঠে কাপড়ে মোড়ানো মমি। তারা বিশাল স্ক্রিনে ভিজুয়ালাইজ এক্সরের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন মমি সংরক্ষণের পদ্ধতি। মিসরের পুরাকীর্তি পরিষদের সচিব জেনারেল মোস্তফা ওয়াজিরি বলেন, এখানে আরও অনেক প্রাচীন মমি থাকতে পারে।

সর্বশেষ খবর