দুই বছর পর ইরানের জেল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ কাইলি মুর গিলবার্ট। তার মুক্তির জন্য অস্ট্রেলিয়া তিন ইরানি কয়েদিকে ছেড়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে আটক করেছিল ইরান। তার ১০ বছরের জেল হয়। তবে দুই বছরের মাথায় তাকে ছেড়ে দেওয়া হলো। সেটাও ইরানের তিন বন্দীকে অস্ট্রেলিয়া মুক্তি দেওয়ার পর। গিলবার্ট বলেছেন, তার কারাবাসের অভিজ্ঞতা দীর্ঘ ও ভয়ংকর। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার গিলবার্ট ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ইরানে যান একটি কনফারেন্সে যোগ দিতে। তিনি যখন ইরান ছাড়তে যান, তখন তাকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। মরুভূমির মধ্যে একটি কুখ্যাত কারাগারে তাকে রাখা হয়। তবে যে তিন ইরানির মুক্তির বিনিময়ে গিলবার্টকে ছাড়া হয়েছে সেই তিনজনের পরিচয় জানা যায়নি।