শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চীনকে ‘দমাতে’ তিন দেশের যৌথ সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরের মতো পূর্ব চীন সাগরেও ক্রমশ আধিপত্য বিস্তার করছে চীন। আর দেশটির আধিপত্য দমাতে যৌথ সামরিক মহড়ায় যোগ দিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। জানা গেছে, আগামী বছরের মে মাসে জাপানের একটি অচেনা দ্বীপে ওই যৌথ মহড়া হবে।

জাপানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের মে মাসে পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপে প্রথম একসঙ্গে সামরিক ও নৌ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান।

যদিও এখন পর্যন্ত এই বিষয়ে টোকিওর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। জাপান প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে ক্রমশ আধিপত্য বিস্তারে মরিয়া চীন। আর সে বিষয়টি উপলব্ধি করতে পেরে জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স একসঙ্গে যৌথ সামরিক ও নৌ মহড়ার করার পরিকল্পনা নিয়েছে।

সর্বশেষ খবর