বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চীনা টিকার কার্যকারিতা ৫০ ভাগ

চীনের তৈরি করোনা প্রতিষেধক নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিলেন বিশ্লেষকরা। প্রশ্ন দেখা দিয়েছিল টিকাটির কার্যকারিতা নিয়ে। সেই সন্দেহ যে একেবারেই অমূলক নয় তা স্পষ্ট করে জানা গেছে। ব্রাজিল থেকে সামনে এলো চীনা ভ্যাকসিন নিয়ে বিস্ফোরক তথ্য। রিপোর্টে জানানো হয়েছে, সিনোভাক বায়োটেক কোম্পানির চীনা ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৫০.৪ শতাংশ। যা আগের প্রকাশিত ডেটার তুলনায় অনেকটাই কম। চীনের সরকারি সংস্থা সিনোভ্যাক স্বীকারও করেছে, তাদের তৈরি টিকা ৫০ শতাংশ কার্যকরী।  উল্লেখ্য, গোড়া থেকেই টিকার ট্রায়ালের ফল গোপন করার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। সিনোভ্যাকের দাবি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সে দেশের বিজ্ঞানী এবং গবেষকরা। চীনা এ টিকা নিয়ে সংশয় প্রকাশ করায় এক বিশেষজ্ঞ সরকারি রোষেও পড়েছেন বলে খবর। গত সপ্তাহে সিনোভ্যাকের গবেষকরা দাবি করেছিলেন, হালকা থেকে সংকটজনক করোনা রোগীদের ক্ষেত্রে তাদের টিকা ৭৮ শতাংশ কার্যকরী। কিন্তু এক সপ্তাহের মধ্যে নতুন যে ফল উঠে এসেছে তাতে প্রশ্নের মুখে পড়ছে সিনোভ্যোকের বিশ্বাযোগ্যতা। অন্যদিকে ব্রাজিলবাসীকে নতুন এ তথ্য উপেক্ষা করতে আহ্বান করেছে ব্রাজিলে সিনোভাক বায়োটেকের ভ্যাকসিনের অংশীদার বুটানাটান ইনস্টিটিউট। এ চীনা ভ্যাকসিনের নাম করোনাভ্যাক।

সর্বশেষ খবর