রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ নির্বাচনে জোট হচ্ছে বাম-কংগ্রেস

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর সাকল্যে মাস চারেক বাকি। তবে তার আগেই জোট-মহাজোট নিয়ে সরগরম রাজ্যের রাজনৈতিক মঞ্চ। তবে ভোট এবার ত্রিমুখী হবে তা অনেকটা নিশ্চিত। আর তা হলো তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট-কংগ্রেস। এরমধ্যে জোটের কাজ প্রায় শেষ করে এনেছে বামফ্রন্ট ও কংগ্রেস। মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৯৩ আসনে আপাতত সমঝোতা হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসের। তার মধ্যে সিংহভাগ, ১০১টি আসনে প্রার্থী দেবে বামেরা। রাজ্য বামফ্রন্টের সম্পাদক বিমান বসুকে পাশে নিয়ে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ১৯৩ আসনের মধ্যে ২০১৬ সালে ৪৪টি আসন জিতেছিল কংগ্রেস এবং ৩৩টি আসনে বামেরা। সেই ৭৭টি আসন ছাড়াও কংগ্রেস আরো ৪৮ আসনে এবং বামেরা আরো ৬৮টি আসনে প্রার্থী দেবে বলে অধীর রঞ্জন চৌধুরি সেদিনই জানিয়ে দেন। কিন্তু রাজনৈতিক মহলে কানাঘুষা, কংগ্রেস নেতৃত্বের একাংশ এই সমঝোতায় খুশি নয়। ফলে জোটের সাফল্য কিছু জায়গায় অবশ্যই বাধা পাবে, যার ফায়দা লুটবে বিজেপি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘অনেকেই চায় না, জোটটা হোক। তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বিজেপির সঙ্গে। (কংগ্রেস) একা ফাইট করলে বিজেপি ‘ফয়দা’ করবে।

সর্বশেষ খবর