শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে নির্বাচন ২৭ মার্চ

আরও ৪ রাজ্যে তফসিল ঘোষণা

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভার তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হবে আসাম, কেরালা তামিলনাড়ু ও একটি মাত্র কেন্দ্রীয় শাসিত রাজ্য পডুচেরিতে। আগামী মার্চ-এপ্রিল মাস জুড়ে চলবে এই নির্বাচন। ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। গণনা আগামী ২ মে। গতকাল বিকালে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভার আসনের জন্য মোট আট দফায় ভোট  নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ২১ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ২৬ এপ্রিল (৩৬ আসন), অষ্টম দফায় ২৯ এপ্রিল (৩৫ আসন) এ ভোট নেওয়া হবে।

আসামে ১২৬ বিধানসভার আসনের জন্য ভোট নেওয়া হবে তিন দফায়। প্রথম দফার ভোট ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল, তৃতীয় দফা ৬ এপ্রিল।

তামিলনাড়ু (২৩৪), কেরালা (১৪০) ও কেন্দ্রীয় শাসিত রাজ্য পডুচেরিতে (৩০) একটি মাত্র দফায় আগামী ৬ এপ্রিল ভোট নেওয়া হবে।

সর্বশেষ খবর