শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

মমতার হাত শক্ত করতে বাংলায় ভোটে লড়ছে না শিবসেনা

কলকাতা প্রতিনিধি

মমতার হাত শক্ত করতে বাংলায় ভোটে লড়ছে না শিবসেনা

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ থেকে মোট আট দফায় রাজ্যের ২৯৪ বিধানসভার আসনে ভোট নেওয়া হবে। কিন্তু সে নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এ রাজ্যে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনা। গতকাল মহারাষ্ট্রে শিবসেনার সংসদীয় কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত টুইট করে জানান, ‘বহু মানুষ জানার জন্য কৌত‚হল হয়ে উঠেছেন যে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে শিবসেনা প্রার্থী দিচ্ছে কি না? দলের সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর দল এক সিদ্ধান্তে এসেছে। তা হলো বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে বাংলায় দিদি বনাম বাকিদের লড়াই হচ্ছে। এখানে ‘এম’ অর্থাৎ মমতা দিদির বিপক্ষে সমস্ত ‘এম’ যথা অর্থ (মানি), পেশিশক্তি (মাসল) ও গণমাধ্যম (মিডিয়া)-কে ব্যবহার করা হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে শিবসেনা লড়াই করবে না, মমতা দিদিকে সম্পূর্ণ সমর্থন জানানো হবে।’

সর্বশেষ খবর