বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিশ্বের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান

আরও গভীর সংকটে পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকা থেকে কিছুতেই নিজেদের মুক্ত করতে পারেনি ইসলামাবাদ। এরই মধ্যে তাদের ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ’ শ্রেণিভুক্ত করল ব্রিটেন। অর্থ তছরুপ ও সন্ত্রাসবাদে আর্থিক মদদ দেওয়ার অভিযোগেই এই তালিকায় রাখা হলো ইমরান খানের দেশকে। প্রসঙ্গত, মোট ২১টি দেশকে এই তালিকাভুক্ত করা হয়েছে।

স্বাভাবিকভাবেই বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীর দাবি, কোনো উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে এই তালিকায় রাখা হয়েছে। ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। প্রসঙ্গত, ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ’-এর এই তালিকায় পাকিস্তান ছাড়াও রয়েছে আলবেনিয়া, বার্বাডোজ, কম্বোডিয়া, পানামা, সেনেগাল, সিরিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে প্রভৃতি দেশ।

সর্বশেষ খবর