শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কারাগারে বন্দীদের মধ্যে গোলাগুলি নিহত ৫

ইকুয়েডরে কারাগারের বন্দীদের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই মাস আগে চারটি কারাগারে দাঙ্গায় ৭৯ জন নিহতের পর এ ঘটনা ঘটল। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গাইকুয়েল নগরীর একটি কারাগারের ভিতর সহিংসতায় পাঁচ বন্দী নিহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীদের সহিংসতায় আরও ১৫ জন আহত হয়েছে। কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারাগারের ভিতর গোলাগুলির ঘটনায় ৩৭ বন্দীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কারাগারগুলোয় ধারণক্ষমতার বেশি বন্দীদের থাকতে হয়। এ ছাড়া রয়েছে নিরাপত্তার ঘাটতিও। ফলে বন্দীদের মধ্যে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কারাগারে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। কারাগারের অপরাধ গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক বন্দী আরেক বন্দীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে। চারটি কারাগারে নিহত হন ৭৯ জন। দেশটির মানবাধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে সহিংসতায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর