বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

করোনার ভারতীয় ধরন মারাত্মক তবে টিকা কাজ করবে : হু

ভারতে করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক হলেও টিকা কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, ভারতে নতুন ধরন অতি সংক্রামক। এটি দ্রুত ছড়াতে পারে। এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে সবার দ্রুত টিকা নেওয়া জরুরি। তিনি বলেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় যে ধরন পাওয়া গিয়েছিল, ভারতে পাওয়া ধরনের মধ্যে ওই দুটির বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে ভাইরাসটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে হারে ভারতে সংক্রমণ বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন হু। ভারতের জন্যই গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে গেছে। ভারতে এই মুহূর্তে যে দুটি টিকা পাওয়া যাচ্ছে, তা করোনার এই ধরন মোকাবিলা করতে সক্ষম কিনা জানতে চাইলে তিনি জানান, করোনার ডাবল মিউট্যান্ট ধ্বংস করতে ওই টিকা সক্ষম কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য সামনে আসেনি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর বড় কোনো অসুখ বা মৃত্যু এড়াতে ভালো কাজ করছে ওই দুটি টিকা।

সর্বশেষ খবর