বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

করোনায় এক দিনে ১৪ হাজার মৃত্যু

করোনায় এক দিনে ১৪ হাজার মৃত্যু

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত সাড়ে ১৬ কোটি মানুষ। মারা গেছেন ৩৪ লাখ ২০ হাজারের বেশি। গত মঙ্গলবার এক দিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৭৯ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৮৬৭ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৩৩০ জনের। এর পরই রয়েছে ভারত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক।

ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম জার্মানি। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড : মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে। এদিকে ভারতে প্রথমবারের মতো এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে বেশ কিছুদিন ধরে করোনার দৈনিক সংক্রমণ কমছে। তবে সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড। ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।

এ ছাড়াও ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ। এ ছাড়াও একই সময়ে ভারতে করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনো সর্বোচ্চ।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২১ হাজার ৮২২ জন। দেশে সুস্থতার হার ৮৫.৬ শতাংশ।

সর্বশেষ খবর