শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

মায়ের শোকে মাদক নেওয়ার কথাও ভেবেছিলেন হ্যারি

মায়ের শোকে মাদক নেওয়ার কথাও ভেবেছিলেন হ্যারি

মায়ের মৃত্যুর পর মানসিক বিপর্যয় কাটাতে মদ্যপান করতেন বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি। মায়ের মৃত্যুর ১০ বছর পরও মানসিক এই হতাশা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এমনকি তিনি মাদক নেওয়ার কথাও ভেবেছিলেন। খবর বিবিসির। প্রিন্স হ্যারি অপরাহ উইনফ্রের সঙ্গে এক টক শোতে এসব কথা বলেন। মা প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের সময় মানসিকভাবে চরম আঘাত পেয়েছিলেন বলে ওই টক শোতে জানান তিনি। ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। অ্যাপল টিভিতে ‘দ্য মি ইউ কান্ট সি’ সিরিজে হ্যারি বলেন, ২৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময়টা ছিল তাঁর জীবনে ভয়ংকর। সে সময় তিনি মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন। হ্যারি বলেন, সে সময় তিনি মদ্যপান করতে চাইতেন। মাদক নিতে চাইতেন। তিনি মায়ের কথা ভুলে থাকতে চাইতেন। মায়ের শেষকৃত্যের সময় প্রিন্স হ্যারি তাঁর বাবা, চাচা, দাদা ও ভাইয়ের সঙ্গে কফিনের পেছনে হেঁটেছিলেন। হ্যারি বলেন, সে সময় মেনে নিতে কষ্ট হয়েছিল যে, মায়ের সঙ্গে আর কখনো তাঁর দেখা হবে না। মানসিক ওই হতাশার সময় পরিবারের সদস্যরা তাঁকে খেলাধুলা করে সহজভাবে জীবন কাটাতে পরামর্শ দিয়েছিলেন বলে জানান প্রিন্স হ্যারি। তিনি বলেন, তিনি মায়ের কথা ভুলতে পারেননি। মায়ের মৃত্যুর ওই সময়টায় তিনি আটকে গিয়েছিলেন। এক বছর আগে হ্যারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান রাজকাজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এখন হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেছে এ দম্পতি।

সর্বশেষ খবর