শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

ব্রাজিলিয়ানদের ‘জংলি’ মন্তব্য করে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

‘ব্রাজিলিয়ানরা জঙ্গলের লোক, তারা জঙ্গল থেকে এসেছে আর আমরা আর্জেন্টাইনরা এসেছি ইউরোপ থেকে’, এমন মন্তব্য করেছিলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তবে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়ার মুখে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে নিজেদের ইউরোপীয় বংশোদ্ভূত দাবির সমর্থনে মেক্সিকান নোবেলজয়ী কবি অক্টাভিও পাজের একটি লেখার উদ্ধৃতিও দিয়েছেন। খবর এনডিটিভির।

আর্জেন্টিনা সফররত স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ইউরোপীয়। আমরা ইউরোপ থেকে এসেছি এবং ইউরোপীয় ধারায় সভ্যতা গড়ে তুলেছি।’ নিজের দাবির সমর্থনে তিনি কবি অক্টাভিও পাজের একটি লেখারও উদ্ধৃতি দেন। ফার্নান্দেজের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভাইরাল হয়ে যায়। ব্রাজিলে এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মেক্সিকোতেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরই আর্জেন্টাইন প্রেসিডেন্ট তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান। তিনি লিখেছেন, ‘আমি আমাদের কথাই বলেছি। কাউকে খাটো করা আমার উদ্দেশ্য ছিল না।’

সর্বশেষ খবর