বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে সুখী দেশের বড় সমস্যা

ফিনল্যান্ডের শ্রমিকদের ৩৯ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। দেশটির সরকার জানিয়েছে, এই বয়স্ক শ্রমিকরা বেশি কাজ করতে পারবেন না। তাই দেশটির সরকার অভিবাসী শ্রমিক নিতে আগ্রহী। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাটি হলো দেশটির সরকার চাইলেই বিদেশিদের ফিনল্যান্ডে স্বাগত জানাতে পারবে, তা নয়। এটাই বড় সমস্যা। ফিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০৩০ সালে দেশটির বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়াবে ৪৭ শতাংশ। তাই সরকার চাইছে অভিবাসীদের সংখ্যা বাড়িয়ে বছরে ২০ থেকে ৩০ হাজার করতে। না হলে জনসেবার কাজে অসুবিধা হবে। ফিনল্যান্ডের অর্থ ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘ট্যালেন্ট বুস্ট’ কর্মসূচি হাতে নিয়েছে। দেশটির কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ফিনল্যান্ডের জন্য আরও দক্ষ শ্রমিক দরকার। তা পেতে গেলে অভিবাসীদের ওপরই ভরসা করতে হবে। অভিবসীরা না এলে শ্রমিক সরবরাহ বজায় থাকবে না। যার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়বে। এত দিন ফিনল্যান্ডের কোম্পানিগুলো অভিবাসী শ্রমিক নিয়োগে উৎসাহ দেখায়নি। তবে শ্রমিক পাওয়া যাচ্ছে না বলেই এখন তাদের মনোভাব বদলাতে হচ্ছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ট্যালেন্ট বুস্ট’ প্রোগ্রামে দেশটির শ্রমবাজার খুলে দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু কাজের জায়গায় কর্তৃপক্ষের মনোভাব, বিভেদ ও বৈচিত্র্যহীনতার জন্য বিদেশি শ্রমিকরা ফিনল্যান্ডে আসতে উৎসাহ বোধ করেন না।

সর্বশেষ খবর