মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে আজ বৈঠকে বসছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। এ বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে বলে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ঈদুল আজহার আগের দিন বাগদাদের একটি ব্যস্ত বাজারে বোমা হামলার এক সপ্তাহ পর বাউডেন ও কাদিমির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ওই হামলার দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল। ইরাকে আইএস পরাজিত হয়েছে বলে তিন বছর আগেই ঘোষণা করেছিল দেশটি। এদিকে ইসলামিক স্টেটের জিহাদিদের সঙ্গে যুদ্ধ করতে আর মার্কিন সেনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী কাদিমি। মুস্তাফা বলেন, ইরাক যুক্তরাষ্ট্রের কাছে তাদের সেনা প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে চাইবে। তবে ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং মার্কিন গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখতে এ সংক্রান্ত কর্মকর্তা ও সেনাদের অবস্থানও নিশ্চিত করতে চায় দেশটি। সংবাদ সংস্থা এপিকে মুস্তাফা বলেন, ইরাকে আর কোনো বিদেশি সেনার দরকার নেই। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে যুদ্ধ তাতে প্রস্তুত হওয়ার জন্য মার্কিন সেনাদের ইরাক ছাড়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত। এটি ওয়াশিংটনে আলোচনার টেবিলে নির্ধারণ করা হবে।