রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজনীতিকে বিদায় জানালেন বাবুল সুপ্রিয়

কলকাতা প্রতিনিধি

রাজনীতিকে বিদায় জানালেন বাবুল সুপ্রিয়

গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে তার জায়গা না হওয়ায় দলের সঙ্গেও দূরত্ব বাড়ছিল। অবশেষে নিজের মুখেই রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় গায়ক বাবুল সুপ্রিয়। পরিবারের সদস্য ও নিকট বন্ধুদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাবুল। গতকাল ফেসবুক পোস্টে লিখলেন ‘চললাম, আলবিদা।’ তবে এই মুহূর্তে যে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন। তার কথায় সমাজ সেবার কাজ করতে হলে কোনো দলে থাকতে হয় না। 

এদিন ফেসবুকে বাবুল লেখেন- ‘সবার সব কথা শুনলাম-বাবা, (মা), স্ত্রী, কন্যা, দু-একজন প্রিয় বন্ধুবান্ধব... সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম... ‘বেশ কিছু সময়ে তো থাকলাম’... কিছু মন রাখলাম কিছু ভাঙলাম... কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন... আমি আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি, আমার মতো করেই বলছি... চললাম... সামাজিক কাজ করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়- নিজেকে একটু গুছিয়ে নিই তারপর... হ্যাঁ, সাংসদ পদ থেকেও নিশ্চিতভাবে ইস্তফা দিচ্ছি!’

২০১৪ সালে প্রথমবার আসানসোলের সাংসদ হওয়ার পরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন বাবুল, এরপর ২০১৯ সালে বিজেপি দ্বিতীয়বার কেন্দ্রে সরকার গঠন করলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন তিনি। কিন্তু গত ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে জায়গা না পাওয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন বাবুল। এরপরই জল্পনা ছড়ায় তবে কি বিজেপির সঙ্গ ত্যাগ কেবল সময়ের অপেক্ষা।  সেক্ষেত্রে মন্ত্রিত্ব হারানোর মাসখানেকের মধ্যেই রাজনীতি ছাড়ার পাশাপাশি সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত যে প্রত্যক্ষভাবে মন্ত্রিত্ব হারানোর কারণেই নিয়েছেন, সেটাও লুকিয়ে রাখেননি আসানসোলের বিজেপি সাংসদ। তিনি লেখেন, প্রশ্ন উঠবেই কেনই বা রাজনীতি ছাড়তে গেছিলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সঙ্গে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে- কিছুটা তো নিশ্চয় আছে। তঞ্চকতা করতে চাই না তাই সে প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে- আমাকেও তা শান্তি দেবে।’

সর্বশেষ খবর