সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-চীন : দুই পরাশক্তির ‘প্রথম’ বৈঠক

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর চীনের সামরিক বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন। দুই দেশের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয় সামনে রেখে দুই পক্ষের আলোচনা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরেই চীনকে আটকানোর পরিকল্পনা বিবেচনায় নিজেদের জাতীয় নিরাপত্তা নীতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন জানিয়েছে, বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা শতাব্দীর ‘সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরীক্ষা’। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক কর্মকান্ড ও চীনের বিরুদ্ধে মানবাধিকার খর্বের অভিযোগ তোলে। এর বাইরেও বাণিজ্যিক নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের টানাপড়েন ক্রমেই বাড়ছে। এর মধ্যেই এই বৈঠক হল।

সর্বশেষ খবর