বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মৃত্যুর গুজব উড়িয়ে বার্তা বারাদারের

মৃত্যুর গুজব উড়িয়ে বার্তা বারাদারের

আফগানিস্তানে তালেবানের  অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের পর তাদের অভ্যন্তরীণ বিভক্তির খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে চাউর হয়, তাদের অন্যতম শীর্ষ নেতা মোল্লা বারাদার প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। গত সপ্তাহে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন মোল্লা বারাদার। তবে নিজের মৃত্যুসংবাদ উড়িয়ে বারাদার জানালেন তিনি আছেন বহাল তবিয়তেই। বর্তমান আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী গতকাল একটি অডিও বিবৃতি প্রকাশ করে বলেন, তিনি জীবিত ও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়, গুজব ছড়াচ্ছে বারাদারের সমর্থকদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। তাতে বারাদার নিহত হয়েছে।

হাক্কানি নেটওয়ার্ক হলো তালেবানের সামরিক শাখা। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের বেশ কিছু এলাকায় হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি। আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার আগে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ কিছু আত্মঘাতী হামলা চালায় সংগঠনটি।

সর্বশেষ খবর