শিরোনাম
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আফগান ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের

আফগান ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের

আফগান শরণার্থীদের চাপ সামাল দিতে নিজেদের সীমান্তে বিশাল প্রাচীর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক। তুরস্ক নিজেদের সীমান্তে ২৯৫ কিলোমিটার প্রাচীর তুলছে। দেয়ালের উচ্চতা হবে ১০ ফুট। কিন্তু নানা উপায়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তুরস্কে প্রবেশ করছে শরণার্থীরা।

সশস্ত্র তালেবান গোষ্ঠী গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করলে সীমান্ত দিয়ে পালিয়ে অন্য দেশে চলে যায় অনেকে। তালেবানের হাতে আটক হওয়ার আগেই কয়েকটি আফগান শরণার্থী পরিবার ইরানের সীমান্ত হয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা চালায়। এদের একজন সিবিএস নিউজকে জানান, ‘আমার কাছে কোনো টাকা, খাবার, পোশাক বলতে কিছুই নেই।’ 

এতকিছুর জন্য শরণার্থীরা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে দায়ী করছেন। ইতিমধ্যে ২০ লাখ আফগান শরণার্থী পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়েছে। কিন্তু এই দেশগুলো শরণার্থীর ঢল মোকাবিলায় ইতিমধ্যেই সীমান্ত বন্ধ করে দিয়েছে।

এরমধ্যে শরণার্থীদের পছন্দের জায়গা তুরস্ক। কিন্তু সে পথও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ, তুরস্ক নিজেদের সীমান্তে ২৯৫ কিলোমিটার প্রাচীর তুলছে। দেয়ালের উচ্চতা ১০ ফুট।

জাতিসংঘ আশঙ্কা করছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসার কারণে আরও ৫ লাখ আফগান বাস্তুচ্যুত হতে পারে। কানাডা এবং যুক্তরাজ্য জানিয়েছে, তারা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে। এদিকে মার্কিন কংগ্রেসের কাছে সেপ্টেম্বরের মধ্যে ৯৫ হাজার আফগান শরণার্থীর অর্থের জন্য অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ খবর