সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কাবুলে মসজিদে বিস্ফোরণ

কাবুলে মসজিদে বিস্ফোরণ

কাবুলে গতকাল তালেবানদের সমর্থনে সমাবেশ করে আফগান নাগরিকরা -এএফপি

আবারও সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী। গতকাল কাবুলের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত আটজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। আহত হয়েছেন অন্তত ত্রিশ জন। হতাহতরা সবাই বেসামরিক লোক। এদিকে শনিবার জালালাবাদ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এতে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথে প্রথম বিস্ফোরণটি ঘটে। আল-জাজিরার খবরে বলা হয়, হামলার কিছুক্ষণ আগেই রাস্তা আটকে দিয়েছিল তালেবান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কাছে থাকা এক দোকান মালিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলিও হয়েছে। তালেবানের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তালেবান মুখপাত্র জানিয়েছেন, কাবুলের ঈদগাহ মসজিদের গেটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিল। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা। সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে শত্রু বলে মনে করে।

এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনিবার বিকেলে তালেবান রক্ষীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। তালেবানের সমর্থনে কাবুলে হাজারো মানুষের সমাবেশ : আফগানিস্তানে তালেবান সরকারের সমর্থনে সমাবেশ করেছেন দেশটির প্রায় এক হাজার মানুষ। গতকাল রাজধানী কাবুলে আফগান কর্মকর্তা ও কমান্ডারদের নেতৃত্বে এই সমাবেশে অংশ নেন অনেক যুবক। স্থানীয় সময় সকালে রাজধানীর উপকণ্ঠে খোদামান শহরের মাঠে সামবেশটি অনুষ্ঠিত হয়। তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথমবার বড় পরিসরে তালেবানের সমর্থনে সমাবেশ হয়। সেখানে ভারী অস্ত্র নিয়ে কুচকাওয়াজ প্রদর্শন করেন তালেবান যোদ্ধারা। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে রাজধানীসহ দেশটির বিভিন্ন জায়গায় তালেবানবিরোধী বিক্ষোভ করে আসছেন আফগান জনগণ। নারীদেরও বিক্ষোভ করতে দেখা যায়। এবার তালেবান সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর